ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, তারুণ্যের অহংকার তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। শুক্রবার (২’রা জানুয়ারি) বাদ আসর ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব আজমল হোসেন সুজন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা হাসিবুর রহমান হাক্কী মন্ডল, তুহিন চৌধুরী, আব্দুস সামাদ সুলভ মালিথা, নুরুল ইসলাম আক্কেল, উপজেলা কৃষক দলের আহবায়ক পাঞ্জুর রহমান সরদার, সদস্য সচিব ময়নুল ইসলাম সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম দিপু, আকরাম রায়হান বাবু, শেখ বেলাল, সাইফ হাসান সেলিম ও ছাত্র নেতা আব্দুল আওয়ালসহ অন্যান্যরা।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, মানবতার মা, আপোসহীন নেত্রী, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার বর্ণাঢ্য জিবনে দেশের জন্য আজকে নিজের জীবন বিলিয়ে দিলেন। জাতীর এ ক্ষতি পূরণ হবার নয়।





















