উত্তাল যমুনার বুকে নৌভ্রমণে বলাকা সাহিত্য চর্চা পরিষদের সাহিত্য আড্ডা
“বলাকা সাহিত্য চর্চা পরিষদ”-এর উদ্যোগে গত ৮ জুলাই শুক্রবার যমুনার উত্তাল তরঙ্গের মাঝে নৌভ্রমণের মাধ্যমে “সাহিত্য আড্ডা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন ছিল সাহিত্য, সংগীত, কবিতা পাঠ ও সাংগঠনিক আলোচনায় ভরপুর। পাশাপাশি ছিল যমুনা-স্নান ও নদীর তাজা মাছের স্বাদ গ্রহণের ব্যবস্থা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাকা সাহিত্য চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফিরোজ আহমেদ বাবুল এবং প্রধান আলোচক ছিলেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কবি এটি এম ফারুক আহমেদ।
সাহিত্য আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি এটি এম ফারুক আহমেদ, কবি মোস্তাফিজুর রহমান, কবি নেপাল চন্দ্র সূত্রধর, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি খালেক মাহমুদ, কবি ও ছড়াকার শামছুল আলম তালুকদার, কবি গোলাম মোস্তফা, সাবেক ব্যাংক ম্যানেজার হিমাদ্রি কুমার চন্দ, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী, এবং ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি কবি ইমাম হাসান সোহান।
প্রধান আলোচক কবি এটি এম ফারুক আহমেদ বলেন—
“বলাকা সাহিত্য চর্চা পরিষদ নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে সাহিত্য আড্ডার আয়োজন করছে, যা বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অপসংস্কৃতির বিরুদ্ধে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফিরোজ আহমেদ বাবুল বলেন—
“বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের অংশগ্রহণে এই সাহিত্য আড্ডা দেশের এই ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থধারার সাহিত্য চর্চায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
কবি ইমাম হাসান সোহান ফাঁকে ফাঁকে যমুনার পাড়ের কৃষক-জেলেদের জীবনসংগ্রাম ও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেন। অনুষ্ঠান পরিচালনা করেন কবি বিদ্যুৎ কুমার তালুকদার, আর গান পরিবেশন করেন কবি বিশ্বজিৎ চক্রবর্তী, আজিজুল হক ও কবি বিদ্যুৎ কুমার তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন এইচ রহমান, কবি মেজবাহ উদ্দিন আহমেদ, শামীম আহমদ, আমজাদ হুসেন, মো. রোস্তম আলী, মো. লোকমান হোসেন, মো. মজনু মিয়া, মো. গোলাম মোস্তফা, মো. ছাদেকুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল্লাহ, সাংবাদিক রাকিব হাসান, মো. জামিল হোসেন, মো. ছাহেবুজ্জামানসহ বিভিন্ন কলেজের অধ্যাপক, ব্যাংক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।