ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় সাংবাদিকদের মারধর ও ওসির আচরণের প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম নুরুল হকের মরদেহে অগ্নিসংযোগ অমানবিক ও জঘন্যতম অপরাধ- সরকারের প্রেস উইং গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে- প্রধান উপদেষ্টা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ পাংশায় আল মদিনা ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপকূল থেকে COP30 সম্মেলনে শিশু প্রতিনিধি সাতক্ষীরার নওশীন ইসলাম বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে কাশিনাথপুরে মিলাদ মাহফিল ও আলোচনা আনন্দ র‍্যালি অনুষ্ঠিত ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার রামগড়ে অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

উপকূল থেকে COP30 সম্মেলনে শিশু প্রতিনিধি সাতক্ষীরার নওশীন ইসলাম

মোস্তাকিম বিল্লাহ (সাতক্ষীরা জেলা) প্রতিনিধি

 

উপকূল থেকে কপ৩০ সম্মেলন ব্রাজিলে যাচ্ছেন সাতক্ষীরার নওশীন ইসলাম। আগামী ১০-২১ নভেম্বর COP 30 সম্মেলন ২০২৫ সালের নভেম্বর মাসে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে।

নওশীন ইসলাম বাংলাদেশের শিশু প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। জানা যায়-
তিনি বাংলাদেশের সুন্দরবন ঘেসা উপকূল জেলা সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মাস্টার শহিদুল ইসলাম ও জেসমিন শিক্ষক দম্পতি কন্যা। ইউনাইটেড একাডেমি প্রতাপনগর হাইস্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

COP30 সম্মেলন ২০২৫-এ শিশু প্রতিনিধি হিসেবে অংশগ্রহনের জন্য চিলড্রেন ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড ডিআরআর এর এক্সিকিউটিভ কমিটির সুপারিশের ভিত্তিতে মনোনীত করা হয়।

জেজেএস-এসসিভিএল প্রকল্পের পক্ষ থেকে আসন্ন কপ-৩০ সম্মেলন ২০২৫-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। আগামী ১০-২১ নভেম্বর ২০২৫ তারিখ ব্রাজিলের বেলেম শহরে উক্ত কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি টীম জেজেএস এর নির্বাহী পরিচালক এর নেতৃত্বে আগামী ৮ নভেম্বর ২০২৫ ঢাকা থেকে বেলেম, ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং ১৪ নভেম্বও ২০২৫ তারিখ ব্রাজিল থেকে পুনরায় দেশের উদ্দেশ্যে যাত্রা করবে।

আসন্ন কপ-৩০ সম্মেলনের সাইড ইভেন্টে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় শিশুদের যে দুর্ভোগ, বিপদাপন্নতা ও ক্ষয়-ক্ষতি হচ্ছে যেমন-অতি বৃষ্টি, খরা/তাপদহ, নদী ভাঙ্গন, লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি তা তুলে ধরাই হচ্ছে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। দেশের একজন শিশু প্রতিনিধি হিসেবে উক্ত জলবায়ু সম্মেলনে বাংলাদেশের শিশুদের জলবায়ু ন্যায্যতা এবং জলবায়ু অভিবাসীদের বিপন্নতা বিষয়ে আলোকপাত করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি।

জাগ্রত যুব সংঘ (JJS), জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শিশু ফোরাম এবং KNH-BMZ এর সহযোগিতায়, এই কপ-৩০ সম্মেলনের শিশুদের অংশগ্রহনের আয়োজন করছে। এই কার্যক্রমটি উপকূলীয় শিশুদের জন্য আন্তর্জাতিক পর্যায়ের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশ কর্মী এবং উন্নয়ন পেশাদারদের সাথে যোগাযোগের অন্যতম একটি প্ল্যাটফর্ম, যেখানে শিশুরা তাদের সমস্যাবলী তুলে ধরতে সমর্থ হবে।

COP30 সম্মেলনে যাওয়া প্রসঙ্গে নওশীন ইসলাম বলেন,‘‘ ধন্যবাদ, আমি গর্বিত ও কৃতজ্ঞ যে বাংলাদেশের একজন শিশু প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চ প্রতিনিধি হতে পারছি। এটা শুধু আমার নয়, আমার এলাকার,আমার গ্রামের এবং দেশের সকল শিশুদের প্রতিনিধি হওয়ার বড় সুযোগ। আমি আমার সুযোগ নিয়ে উপকূল ও জলবায়ু নিয়ে কাজ করবো।
যাতে আমাদের দেশ,অঞ্চল জলবায়ু পরিবর্তনে ক্ষতি না হয়’’।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:৩৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
৬১৫ Time View

উপকূল থেকে COP30 সম্মেলনে শিশু প্রতিনিধি সাতক্ষীরার নওশীন ইসলাম

আপডেটের সময় : ০৯:৩৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

 

উপকূল থেকে কপ৩০ সম্মেলন ব্রাজিলে যাচ্ছেন সাতক্ষীরার নওশীন ইসলাম। আগামী ১০-২১ নভেম্বর COP 30 সম্মেলন ২০২৫ সালের নভেম্বর মাসে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে।

নওশীন ইসলাম বাংলাদেশের শিশু প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। জানা যায়-
তিনি বাংলাদেশের সুন্দরবন ঘেসা উপকূল জেলা সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মাস্টার শহিদুল ইসলাম ও জেসমিন শিক্ষক দম্পতি কন্যা। ইউনাইটেড একাডেমি প্রতাপনগর হাইস্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

COP30 সম্মেলন ২০২৫-এ শিশু প্রতিনিধি হিসেবে অংশগ্রহনের জন্য চিলড্রেন ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ এ্যান্ড ডিআরআর এর এক্সিকিউটিভ কমিটির সুপারিশের ভিত্তিতে মনোনীত করা হয়।

জেজেএস-এসসিভিএল প্রকল্পের পক্ষ থেকে আসন্ন কপ-৩০ সম্মেলন ২০২৫-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়। আগামী ১০-২১ নভেম্বর ২০২৫ তারিখ ব্রাজিলের বেলেম শহরে উক্ত কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি টীম জেজেএস এর নির্বাহী পরিচালক এর নেতৃত্বে আগামী ৮ নভেম্বর ২০২৫ ঢাকা থেকে বেলেম, ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং ১৪ নভেম্বও ২০২৫ তারিখ ব্রাজিল থেকে পুনরায় দেশের উদ্দেশ্যে যাত্রা করবে।

আসন্ন কপ-৩০ সম্মেলনের সাইড ইভেন্টে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় শিশুদের যে দুর্ভোগ, বিপদাপন্নতা ও ক্ষয়-ক্ষতি হচ্ছে যেমন-অতি বৃষ্টি, খরা/তাপদহ, নদী ভাঙ্গন, লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি তা তুলে ধরাই হচ্ছে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। দেশের একজন শিশু প্রতিনিধি হিসেবে উক্ত জলবায়ু সম্মেলনে বাংলাদেশের শিশুদের জলবায়ু ন্যায্যতা এবং জলবায়ু অভিবাসীদের বিপন্নতা বিষয়ে আলোকপাত করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি।

জাগ্রত যুব সংঘ (JJS), জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শিশু ফোরাম এবং KNH-BMZ এর সহযোগিতায়, এই কপ-৩০ সম্মেলনের শিশুদের অংশগ্রহনের আয়োজন করছে। এই কার্যক্রমটি উপকূলীয় শিশুদের জন্য আন্তর্জাতিক পর্যায়ের নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশ কর্মী এবং উন্নয়ন পেশাদারদের সাথে যোগাযোগের অন্যতম একটি প্ল্যাটফর্ম, যেখানে শিশুরা তাদের সমস্যাবলী তুলে ধরতে সমর্থ হবে।

COP30 সম্মেলনে যাওয়া প্রসঙ্গে নওশীন ইসলাম বলেন,‘‘ ধন্যবাদ, আমি গর্বিত ও কৃতজ্ঞ যে বাংলাদেশের একজন শিশু প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চ প্রতিনিধি হতে পারছি। এটা শুধু আমার নয়, আমার এলাকার,আমার গ্রামের এবং দেশের সকল শিশুদের প্রতিনিধি হওয়ার বড় সুযোগ। আমি আমার সুযোগ নিয়ে উপকূল ও জলবায়ু নিয়ে কাজ করবো।
যাতে আমাদের দেশ,অঞ্চল জলবায়ু পরিবর্তনে ক্ষতি না হয়’’।