তেজগাঁও কলেজ প্রতিনিধি।। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তেজগাঁও কলেজের গভর্নিং বডি প্রতিনিধি নির্বাচন ও শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) তেজগাঁও কলেজের অডিটোরিয়াম-১ এ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ দিন সকাল থেকে অত্যন্ত উৎফুল্ল ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচন উপলক্ষে কলেজের কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
পরে সব প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন, সদস্য অধ্যাপক ড. এটিএম জাফরুল আযম এবং সদস্য ড. মোঃ মাওদুদুর রহমান আতেকী যৌথভাবে প্রাপ্ত এই ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মোঃ কামাল উদ্দিন।
দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। সংরক্ষিত মহিলা প্রতিনিধি হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিলভিয়া খায়ের।
এছাড়া একই সময়ে তেজগাঁও কলেজ শিক্ষক পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সোহেল রানা। সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আসাদুজ্জামান এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মোখলেসুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের প্রভাষক কামাল চৌধুরী।