উৎসব মুখর পরিবেশে চাঁদপুর ৩ আসনের নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে ৬ জন প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহারের পর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যানুযায়ী, চূড়ান্তভাবে ভোটের মাঠে টিকে আছেন ৩৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
২১ জানুয়ারি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রবিউল হাসান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, দায়িত্বরত মেজিস্ট্রেট, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, সতন্ত্র প্রার্থীসহ প্রধান এজেন্ট এবং গনমাধ্যম কর্মী।
রাজনৈতিক জোটের সমীকরণে দেখা গেছে, চাঁদপুরে সব কয়টি আসনেই একক প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে ৩টি আসনে। বাকি ২ টি আসনে ১০ দলীয় জোটের শরিক হিসেবে এলডিপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চাঁদপুর- ৩ (সদর-হাইমচর) সংসদীয় আসন ২৬০ আসনে মোট ভোটার ৫,৪৬,৩৩১ জন, তারমধ্যে পুরুষ ভোটার ২,৮২,৭০১ জন, মহিলা ভোটার ২,৬৩,৬২৮ জন, তৃতীয় লিঙ্গ ০২ জন। এরমধ্যে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, এরমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান মিয়া দাড়িপাল্লা প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ জয়নাল আবেদিন শেখ হাতপাখা প্রতীকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এ. এইচ. এম আহসান উল্লাহ মোমবাতি প্রতীকে, গণ-অধিকার পরিষদের মোঃ জাকির হোসেন ট্রাক প্রতীকে এছাড়া বাংলাদেশ গণফোরামের সেলিম আকবর উদিয়মান সূর্য প্রতীকে এবং কমিউনিস্ট পার্টি মোঃ জাহাঙ্গীর হোসেন কাস্তে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ ২২ জানুয়ারি থেকে শুরু করে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ২ টা থেকে রাত ৮ পর্যন্ত নির্বাচনী বিধি নিষেধ মেনে প্রচার প্রচারণা করতে পারবেন সকল প্রার্থী গণ।
উল্লেখ্য ২০২৩ ডিসেম্বর এর তথ্য অনুযায়ী চাঁদপুর-৩. জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় মোট ভোটার. ছিল ৫, ০৮, ৯৩৪; পুরুষ ভোটার: ২, ৬৩, ৮৯৩; নারী ভোটার: ২, ৪৫, ০৩৯; তৃতীয় লিঙ্গ ভোটার ০২ জন।





















