বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই সরকারের পতনের মধ্য দিয়েই নতুন দিগন্তের সূচনা হবে। তিনি বলেন- আমাদের আন্দোলন, আমাদের আজকের এই পথযাত্রা অবৈধ সরকার শেখ হাসিনার পদত্যাগের জন্য।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হওয়ার আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে দলটি।
টুকু বলেন, আমাদের দাবি একটাই এই সরকারকে যেতে হবে। পদত্যাগ করতে হবে। এই দাবি শুধু বিএনপি একাই করছে না। দেশের জনগণের প্রানের দাবি। শুধু বাংলাদেশ নয় বিশ্বের যে দেশগুলো গণতন্ত্রকামী তাদেরও একই দাবি ভোট চোরেরা ক্ষমতায় থাকতে পারবে না। তাই এ সরকারের মাথা খারাপ হয়ে গেছে।
তিনি বলেন- আজ বাংলাদেশে অবৈধ-দুর্বৃত্ত শাসন চলছে, এর পতনের মধ্য দিয়েই দেশের জনগণ তাদের ভোট দিতে পারবে।
সুলতান সালাউদ্দিন বলেন- বিএনপির কর্মসূচিগুলোর মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, এই দেশের জনগণ একবারও চায় না যে, এই অবৈধ, অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকুক এবং গণতন্ত্রকে ধবংস করুক। এটা প্রমাণিত হয়েছে যে, দেশনেত্রীর মুক্তি দেশের মানুষ এই মুহূর্তে চান।
তিনি আরও বলেন, এই সরকারকে হটাতে হলে রাজপথে নামতে হবে। তবেই এই সরকারের পতন হবে। তাদের সময় শেষ হয়ে এসেছে। সরকারের উচিত ক্ষমা চেয়ে পদত্যাগ করা।
নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল সভাপতি বলেন, অবৈধ এই সরকার শত চক্রান্ত করবে। বিভিন্ন কথা ছড়াবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ’র মাধ্যমে চূড়ান্ত বিজয়ের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কৃষক দলের হাসান জাভির তুহিন, মহিলা দলের আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, জাকির হোসেন নান্নু, মাহবুবুল হাসান পিংকু, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।