Thursday , 28 March 2024
শিরোনাম

একনজরে আর্জেন্টিনা বনাম মেক্সিকোর আমলনামা

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে মহাবিপাকে পড়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে আজ লিওনেল মেসিরা নামছেন মেক্সিকোর বিপক্ষে। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

মেক্সিকোর সঙ্গে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জয়ের বিকল্প কিছু ভাবতে পারছেন না, ‘আমরা মেক্সিকো ম্যাচ নিয়ে ভাবছি।

 

এটা সম্পূর্ণ আলাদা ম্যাচ, যদিও আমাদের খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে না। আমরা একইভাবে এই ম্যাচটা খেলতে নামছি, যেখানে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আমাদের। ’

 

আর্জেন্টাইন কোচ আরো বলেন, ‘হারটি (সৌদি আরবের বিপক্ষে) অবশ্যই বড় ধাক্কা দিয়েছে। মেক্সিকোর ম্যাচের কথা ভেবেই আমরা দলে পরিবর্তন আনব, তবে খেলার স্টাইলে কোনো পরিবর্তন আসবে না। অবশ্য খেলায় কিছু বৈচিত্র্য যোগ হতে পারে, সেটা চূড়ান্ত  হবে শেষ ট্রেনিং সেশনে। ’

পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনার পক্ষে রয়েছে। এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে দুদল। ১৬ বার জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকোর জয় ৫টি, বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেই প্রথমবার দেখা হয়েছিল আর্জেন্টিনা-মেক্সিকোর। এরপর আরো দুইবার মুখোমুখি হয় তারা। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের তিন ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। ২০০৪ সালের জুলাইয়ের পর মেক্সিকোর কাছে হারেনি আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার আজকের সম্ভাব্য একাদশ : এমি মার্তিনেস, নেহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, আকুইনা, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি ও দি মারিয়া।

Check Also

বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x