এবার হিন্দু মুসলিম সবাই এক হোন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন– রাণীশংকৈলে মির্জা ফখরুল।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। “…হিন্দু মুসলিম সবাই এবার এক হোন…বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে… এবার গনতন্ত্রের পথে এগিয়ে যাবার সুযোগ এসেছে, আমাদের নেতা তারেক জিয়া দেশের বাইরে আছেন,তিনি দেশে আসার জন্য প্রস্তুত রয়েছেন…তাই এবার সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন…” বৃহস্পতিবার ১৬ অক্টোবর সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘিতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ মামুন, সাংগঠনিক তাজউদ্দিন তাজু, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহম্মদ।