এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য: ৫ পদক জয়ী দল ফিরছে দেশে
দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে দেশের জন্য এক অনন্য গৌরব নিয়ে আসছেন এই অদম্য ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি আজ (সোমবার) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে।
স্বাভাবিক ক্রীড়াবিদরা যেখানে এশিয়ান পর্যায়ে পদক জিততে হিমশিম খান, সেখানে প্যারা গেমসের মঞ্চে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন এই শারীরিক প্রতিবন্ধী তারকারা। এই সাফল্যের মূল কান্ডারি হলেন দুইজন অদম্য ক্রীড়াবিদ: চৈতী রানী দেব এবং শহিদুল্লাহ।
চৈতী রানী দেব উচ্চতায় খুবই ছোট এই ক্রীড়াবিদ একাই দুটি স্বর্ণপদক জিতেছেন। তিনি জ্যাভলিন থ্রোতে ১১ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে একটি এবং ১০০ মিটার স্প্রিন্টে আরেকটি স্বর্ণপদক অর্জন করেন।
সাধারণ মানুষের মতো দু’টি পা না থাকা সত্ত্বেও, শুধুমাত্র এক পায়ে সাঁতর কেটে শহিদুল্লাহ দেশের জন্য একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক ছিনিয়ে এনেছেন। তিনি ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে একটি ব্রোঞ্জ পদক জেতেন।
এছাড়া, মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবল দলও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
এদিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পদকজয়ী এই ক্রীড়াবিদদের ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
এসময় দেশের জন্য এই গৌরব বয়ে আনায় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে এই অদম্য ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন।
























