চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। ফলাফলের বিস্তারিত নিয়ে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, দুপুর ১২টায় নিজ নিজ বিদ্যালয় এবং অনলাইনে একযোগে এসএসসির ফল প্রকাশিত হবে।
এরপর শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, বোর্ডের পক্ষ থেকে সকাল ১১টায় প্রস্তুতকৃত ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে। পরীক্ষার ফল প্রকাশের পর মোবাইলে খুদে বার্তার মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে। এ জন্য বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।