মানিকগঞ্জ প্রতিনিধি: ১৫ নভেম্বর
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মহান স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার লক্ষ্যে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শিরোনামে একজন বীর মুক্তিযোদ্ধার মুখ থেকে যুদ্ধের ইতিহাস শোনানোর আয়োজন করে মানিকগঞ্জ জেলা তথ্য অফিস।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে ন্যাশনাল পলিটেকনিক ইনিষ্টিটিউট ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তুলেধরেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ।
অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা মোঃ নূর হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, এন.পি.আই এর অধ্যক্ষ ড.মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী তথ্য অফিসার মেহেদী হাসান প্রমূখ।