ভারতের স্বনামধন্য এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইন্ডিগো এর জেনারেল সেলস এজেন্ট হিসেবে রেনেসা এভিয়েশন সার্ভিসেস লিমিটেড বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে। গত ১৬ মে – ৩১ মে ২০২২ তারিখের সেলস রিপোর্টস র্পযালোচনা করতে গিয়ে দেখেন যে, ফাতিন এয়ার সার্ভিসেস নামক তাদের একটি এজেন্সি বাংলাদেশ ও নেপাল থেকে ১ কোটি ৬ লক্ষ টাকার অপ্রত্যাশিত সংখ্যক টিকিট ইস্যু করেছে। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ইন্টারনাল সিস্টেম ও ব্যাংক স্টেটমেন্ট র্পযালোচনা করে দেখেন যে, ফাতিন এয়ার সার্ভিসেস লিমিটেড বিগত তিন বছর ধরে ইন্ডিগোর সার্ভিস ব্যবহার করে কোন টিকেট ইস্যু করেনি।
এই বিষয়ে বনানী থানার মামলা নং ২৩, তারিখ ১৩/০৬/২০২২, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ১৮/৩৪/৩৫ ধারায় রজু করা হলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইন্ডিগো এর সার্ভারের তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাত হ্যাকারদের সনাক্ত করে এবং অভিযান পরিচালনা করে গত ১৯/০৭/২০২২ ইং তারিখ সময় রাত্র ২৩:০০ ঘটিকায় ঢাকার নয়া পল্টন এলাকা হতে তদন্তে প্রাপ্ত আসামী (১) মোঃ রাশেদুল ইসলাম (২৯) ও (২) আব্দুল্লাহ আল নোমান @ মিরাজ (২৪) ‘কে ০২ (দুই) টি মোবাইল ফোন, ০১ (এক) টি ল্যাপটপ কম্পিউটার, ০১(এক) টি পেনড্রাইভ, ০১(এক) টি পাসপোর্টসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে আসামীদ্বয় মামলার ঘটনার সাথে জড়িত মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে।
আসামিদের মধ্যে একজন রেনেসা এভিয়েশন সার্ভিসেস লিমিটেড এর সাবেক কর্মী এবং অপর জন্য এজেন্ট ছিল বলে জানা যায়। জব্দকৃত ডিভাইস সমূহে এয়ারলাইন্স প্রতিষ্ঠান ইন্ডিগো এর ওয়েবসাইটে লগইন করার আলামত পাওয়া যায়। আসামিদের দেশী বিদেশী অন্যান্য সহযোগীদের গ্রেফতার করার জন্য আভিযান আব্যাহত আছে।
প্রকৃত রহস্য উদঘাটনের নিমিত্তে বিজ্ঞ আদালতে আসামীদ্বয়ের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।