দেশের রপ্তানী বানিজ্যের অসীম ভূমিকা রাখা শিল্প গোষ্ঠী এ প্লাস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এ প্লাস সুয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড আন্তর্জাতিক সংস্হা আইএলও সনদ পেল।কাজের মান শ্রমিকের ন্যায্য অধিকার ও সুষম নীতিতে ব্যাবসা পরিচালনা করার কারনে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইএল ও এ সনদ প্রদানের মাধ্যমে এ প্লাস শিল্প গোষ্ঠীকে সততার স্বীকৃতি প্রদান করলো।
দেশের গরীব জনগোষ্ঠীর প্রায় ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করে ব্যাবসা পরিচালনা করে আসিতেছে এ প্লাস গ্রুপ।চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের কৃতিসন্তান শিল্পপতি দানবীর সুশিক্ষিত এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান উপকমিটির গুরুত্বপূর্ণ সদস্য জনাব তমিজ উদ্দিন ভূইয়া সেলিম উক্ত শিল্প গোষ্ঠীর ব্যাবস্হাপনা পরিচালক এবং অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি নিজের জন্মস্থান চৌদ্দগ্রামসহ সারা দেশের প্রায় ১৫ হাজার নারী-পুরুষ পোশাককর্মী কর্মরত আছেন।