বিশিষ্ট কূটনীতিক ও সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলামকে ওমানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগে দিয়েছে সরকার।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে এ তথ্য জানিয়েছে।
বিসিএস ১৫তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা নাজমুল ইসলাম এর আগে জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বেইজিং, লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পূর্ণ করেন। এ ছাড়া, তিনি দেশে ও বিদেশে বহু পেশাদারি ট্রেনিং কোর্স সম্পূর্ণ করেছেন।