নাহিদুজ্জামান শয়ন
স্টাফ রিপোর্টার
ওয়ালটন এর ডাবল মিলিয়ন অফার উদযাপন উপলক্ষে সততা ইলেকট্রনিক্স খোকসার উদ্যোগে আজ খোকসা বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষ উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। সততা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল খোকসা বাজারকে আরও সুন্দর এবং পরিচ্ছন্ন করে তোলা।
অভিযানের সময় অংশগ্রহণকারীরা বাজারের বিভিন্ন স্থান থেকে আবর্জনা পরিষ্কার করেন এবং সবাইকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। সততা ইলেকট্রনিক্স-এর মালিক কামাল উদ্দিন বলেন, ওয়ালনটন এর ডাবল মিলিয়ন অফারের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।
স্থানীয়রা সততা ইলেকট্রনিক্স-এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও এমন কার্যক্রমের প্রত্যাশা করেন।