লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত এলাকায় রফিকুল ইসলাম নামে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা মরদেহ ভেলায় তুলে বাংলাদেশে পাঠিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে ভারতে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভারতীয় অংশে উত্তেজনা নিয়ে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেলে দুর্গাপুর মোঘলহাট সীমান্ত লাগোয়া নদীতে তার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা এলাকাবাসীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
রফিকুল ইসলাম ওরফে টেরে মোঘলহাট ইউনিয়নের চওড়াটারি এলাকার বাসিন্দা বলে জানা যায়।
জানা যায়, ভারতের পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভারতীয় অংশে বেশ কিছু দিন থেকে উত্তেজনা চলছিলো। রফিকুল ও তার সহযোগী মিলে ভারতীয় অংশে নির্বাচন উপলক্ষে গেলে ভারতীয় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। পরে মরদেহ কলা গাছের ভেলায় ভাসিয়ে দেয় বাংলাদেশের দিকে।
মোঘলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, দুর্গাপুর সীমান্তে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা মেরেছে তা এখনো বিস্তারিত জানা যায়নি।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধারে থানায় আনা হয়েছে।