Thursday , 28 March 2024
শিরোনাম

‘করোনার পর বিদেশে গেছেন ১০ লাখ শ্রমিক’

মহামারি করোনার পর ১০ লাখ শ্রমিককে বিদেশে পাঠানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী জানান, করোনাকালে দেশে ফিরে আসা অধিকাংশ শ্রমিক প্রবাসে ফেরত গেছেন। এর ফলে এই অর্থবছরেই বাড়বে রেমিট্যান্স প্রবাহ।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে সিলেটের বন্যাকবলিত কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ও গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘরবাড়ি মেরামতের জন্য নগদ ১০ হাজার টাকা ও ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন অব্যাহত রয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা সহায়তা পাচ্ছেন।

এসময় সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x