Friday , 29 March 2024
শিরোনাম

করোনায় আজ মৃত্যু নেই, শনাক্ত ১১৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১১৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখন পর্যন্ত ২৯ হাজার ১১৭ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন।

সোমবার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ।

এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন এবং এখন পর্যন্ত সুস্থ  হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯২৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৯৯টি। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯৫ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

Check Also

রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ চাঁন,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন অডিটোরিয়াম এ প্রবাসী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x