জিরো কোভিড নীতি বাতিলের পর গত এক মাসে মাহামারি করোনাভাইরোসে আক্রান্ত হয়ে প্রায় ৬০ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে বলে স্বীকার করেছে চীন।
শনিবার দেশটির সরকারি স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে প্রথমবারের মতো তথ্য প্রকাশ করে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেন, মেডিকেল ইনস্টিটিউটগুলো গত এক মাসের কিছু বেশি (গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত) সময়ে করোনা আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৫০৩ জনের প্রাণহানির তথ্য দিয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ক্যানসার বা কার্ডিওভাসকুলারের মতো বিভিন্ন রোগে অসুস্থ আরও ৫৪ হাজার ৪৩৫ জন মারা গেছেন।
চীন জানায়, মৃত এসব ব্যক্তিদের গড় বয়স ৮০ দশমিক ৩ বছর। যাদের প্রাণহানি ঘটেছে তাদের ৯০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল, ১১ জানুয়ারি পর্যন্ত দেশটিতে প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। সংখ্যায় যা দেশটির মোট জনসংখ্যার ৬৪ শতাংশ।
২০২০ সালের পর থেকে করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে বেশি সামাজিক বিধিনিষেধ আরোপ করেছে চীন। ফলে দেশটির অর্থনৈতিক অগ্রগতিও মারাত্মক ব্যাহত হয়েছে। সম্প্রতি চীনের জিরো কোভিড নীতিমালা অনুযায়ী আরোপিত কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হলে তা তুলে নেওয়া হয়।
এর পরই দেশটিতে মারাত্মক আকারে বাড়তে থাকে করোনা সংক্রমণ। ফলে দেশটির বিভিন্ন হাসপাতালে করোনা রোগীদের উপচেপড়া ভিড় এবং শেষকৃত্য অনুষ্ঠান স্থলে লাশের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে চীন থেকে আসা ভ্রমণকারীদের কোভিড নেগেটিভ পরীক্ষার সনদ প্রদর্শনসহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে বিভিন্ন দেশ।
চীনা নববর্ষ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী সরকারি ছুটির সময় দেশটির গ্রামাঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ আরও বেড়ে যাবে বলে সতর্ক করেছেন চীনের একজন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ।
সূত্র: রয়টার্স