Wednesday , 24 April 2024
শিরোনাম

করোনা কালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করায় প্রশাসনের প্রশংসা করলেন, আমির হোসেন আমু (এম.পি)

জিয়াউর রহমান ঝালকাঠি প্রতিনিধি:করোনা মহামারিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করায় জেলা প্রশাসনকে
ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলেরসমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, করোনাকালে দেশের কর্মহীন মানুষের হাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য ও সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আমি এজন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারাই জীবনের ঝুঁকি নিয়ম মাঠে কাজ করেছেন। আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি আর সেটা মাঠের কর্মকর্তারা বাস্তবায়ন করেন । এভাবেই সম্মিলিতভাবে কাজ করায় দেশ
এগিয়ে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসনের ইফতার ও দোয়ামাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আমি রমজান মাসে পবিত্র ওমরা হজ পালন করেছি। আমি দেশ ও জাতির জন্য দোয়া করেছি। আমার প্রাণপ্রিয় ঝালকাঠিবাসীর জন্যও দোয়া করেছি। পবিত্র এ মাসে আল্লাহ রহমাত নাজিল হোক এই দোয়া করি।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে অংশ নেন জেলা ও দায়রা জজ মো. শহিদুলস্নাহ, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান খান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ এম
জহিররুল ইসলাম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল (পিপি) ও ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।

Check Also

কয়রায় নীতি সমস্যা বিশ্লেষণ ও সমাধান কৌশল বিষয়ক প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার কয়রায় ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক (সিএসও) নেটওয়ার্ক সদস্যদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x