Friday , 29 March 2024
শিরোনাম

করোনা টিকা প্রদানে বিশ্বে নজির সৃষ্টি করেছে বাংলাদেশ- মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। আক্রান্তের সংখ্যা কমেছে। সেই সাথে মৃত্যুর সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেয়া সম্পন্ন হয়েছে। একদিনে ১ কোটি ডোজ করোনা টিকা দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে তিনি জানান।
আজ শনিবার সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন কমিটির জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন,মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ্, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্ণেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম নবী ,জেলা পাবলিক পসিউকিটর(পিপি) বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, গড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার,প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল হিসেবে স্বিকৃতি লাভ করেছে। সারা দেশের হাসপাতাল গুলোর সুষ্ট বর্জ্য ব্যবস্থাপনার কাজ বাস্তবায়ন করা হবে।
খুব শিঘ্রই হাসপাতালটিতে স্থাপনকৃত এমআরআই মেশিন ও হাসপাতালে নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন করার কথা জানান মন্ত্রী।
এছাড়া হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসন ব্যবস্থা , শুন্যপদে দ্রুত পুরন করার আশ্বাস দেন তিনি।হাসপাতালে বর্তমান ডায়রিয়ার ১০বেডকে ৫০শয্যা বিশিষ্ট পৃথক ডায়রিয়া ইউনিট খোলার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য,সর্বশেষ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভা ২০১৭ সালে অনুষ্টিত হয়।

Check Also

রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ চাঁন,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন অডিটোরিয়াম এ প্রবাসী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x