Friday , 29 March 2024
শিরোনাম

কলারোয়া থানার ওসি নাছির উদ্দীন মৃধা আইজিপি ব্যাজ পাওয়ায় অভিনন্দন জ্ঞাপন

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া থানার
অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে আইজিপি
ব্যাজ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিছেন কলারোয়া পৌর
প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-কলারোয়া পৌর প্রেসক্লাবের
সভাপতি সরদার ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার
জিল্লুর রহমান, সহ-সভাপতি আলম হোসেন, রুহুল আমিন, যুগ্ম সম্পাদক আঃ
সালাম, সোহাগ মেহেদী, সাংগঠনিক সম্পাদক শেখ রাজু রায়হান, সহ.সাংগঠনিক
সেলিম খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ.দপ্তর সম্পাদক
আলামিন,প্রচার সম্পাদক সোহাগ হোসেন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, ক্রীড়া ও
সাহিত্য সম্পাদক রাজিবুল ইসলাম, সহ.ক্রীড়া ও সাহিত্য সম্পাদক হাসানুল
কবীর, কার্যনির্বাহী সদস্য আজগর আলী, মিজানুর রহমান, মনিরুজ্জামান, আলি
হোসেন, খান নাজমুল হুসাইন, সাধারণ সদস্য ইমাদুল ইসলাম, আলামিন গাজী,
রাসেল প্রমুখ। উল্লেখ্য-বাংলাদেশ পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজারবাগ
পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে বুধবার (৪জানুয়ারী) ওই ব্যাজ
গ্রহন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা।
উল্লেখ্য-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা-আইনশৃংখলা,
মাদক, চোরাচালান, নারী-শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ, মানব পাচার বিয়য়
পর্যালোচনা শেষে খুলনা রেঞ্জের মধ্যে কলারোয়া থানাকে শ্রেষ্ঠ ও থানার
অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা শ্রেষ্ঠ অফিসার হিসাবে স্বিকৃতি
লাভ করায় তাকে ক্রেষ্ট, সনদপত্রসহ বিভিন্ন সম্মানি প্রদান করে পুরস্কৃত
করা হয়। তিনি পুলিশ বাহিনীর এই সুনাম অক্ষুন্ন রাখায় আবারও খুলনা ও
সাতক্ষীরা ছাড়িয়ে ঢাকায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে আইজিপি ব্যাজ পান।
তিনি বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জল নক্ষত্র।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x