Wednesday , 17 April 2024
শিরোনাম

কাঁচেরকোল কলেজে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও একুশ শতকের পেশা বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল কলেজে ১৯ সেপ্টেম্বর, ২০২২ সোমবার বেলা সাড়ে ১১ টায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় আয়োজিত ক্যারিয়ার প্ল্যানিং ও একুশ শতকের পেশা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ০৫ নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সালাহউদ্দিন জোয়ার্দার মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম। এসময় তিনি মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্যারিয়ার প্ল্যানিং ও একুশ শতকের পেশা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাঁচেরকোল কলেজের অধ্যক্ষ আব্দুর রকিব মিয়া ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রমোশন অফিসার গবেষক ইমাম মেহেদী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কলেজের শিক্ষার্থী সাদিকা খাতুন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. দিদার হোসেন। ক্যারিয়ার প্ল্যানিং ও একুশ শতকের পেশা বিষয়ক সেমিনারে কাঁচেরকোল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

যুক্তরাষ্ট্র প্রবাসি জাবেদ আহমদ এর উদ্যোগে সিলেটে ২লক্ষ টাকার টিন বিতরণ

যুক্তরাষ্ট্র প্রবাসি ও সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য জাবেদ আহমদ এর উদ্যোগে সিলেট নগরীর ৩৯নং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x