আজ ০৯ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ দূতাবাস, দোহা এর চার্জ দ্য এফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান কাতারের Penalty & Reformatory Institutions Dept. এর পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সৌদ এন কে আল-ওতাইবি এর সাথে সাক্ষাত করেন। সাক্ষতকালে তিনি কাতারের কারাগারে বন্দী বাংলাদেশি কয়েদীদের বিষয়ে জানতে চান এবং তাদের সুযোগ সুবিধার বিষয়ে খোজ খবর নেন। এসময়ে তিনি পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কাতারের আমির এর সাধারণ ক্ষমার অধীন অধিক সংখ্যক বাংলাদেশিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। জবাবে জনাব ওতাইবি জানান বর্তমানে কাতারের কারাগারে ২৯০ জন পুরুষ ও ০৫ জন নারীসহ মোট ২৯৫ জন বাংলাদেশি কয়েদী রয়েছে এবং কারাগারে তাদের জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন মাদক ও হত্যা মামলার আসামীরা সাধারণ ক্ষমার আওতায় আসেন না। ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মানবিক দিক বিবেচনায় উল্লিখিত অপরাধে অভিযুক্ত কয়েকজন কয়েদীকে কিভাবে সাধারণ ক্ষমার আওতায় আনা যায় জানতে চাইলে জনাব ওতাইবি এ বিষয়ে কাতারের মানবাধিকার কমিশনে যোগযোগ করার পরামর্শ দেন। এছাড়াও মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শিল্পী আক্তার এর প্রাণ রক্ষার বিষয়ে পরামর্শ চাইলে তিনি কাতার রেড ক্রিসেন্ট ও কাতারের ধর্ম মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
পরবর্তীতে বাংলাদেশের চার্জ দ্য’এফেয়ার্স কয়েকজন বাংলাদেশি কয়েদির সাথে সাক্ষাতপূর্বক তাদের সাজার বিষয়ে বিস্তারিত আলাপ করেন এবং তাদেরকে আইনী সহায়তার মাধ্যমে মুক্ত করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস কতৃক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।