Thursday , 28 March 2024
শিরোনাম

কাতারে আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২ কে সামনে রেখে যাত্রা শুরু করেছে নিউ পালকন লিমোজিন দোহা কাতার

কাতার প্রতিনিধি : ই এম আকাশ

কাতারে আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২ কে সামনে রেখে কাতারের লিমুজিন ড্রাইভারদের গাড়ি দিয়ে এবং কর্মসংস্থানের সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষ্যে যাত্রা শুরু করেছে নিউ পালকন লিমোজিন দোহা কাতার৷

গতকাল ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় কাতারি নাগরিক মোবারক রাশেদ আল হাজেরী ও স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর এবং সাইফুল আলম৷

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাতার জাসদের সভাপতি কমরেড ইসমাইল হোসেন ও জাসদ নেতা মিনহাজুল ইসলাম রাজু, ব্যবসায়ী আব্দুস সালাম৷

এ সময় বক্তব্য রাখেন শফিক আলম, জাসেদ জানে আলম, ইমন আলম৷

এসময় স্বাগত বক্তব্য রাখেন কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু৷

এ সময় বক্তারা বলেন, কাতারের ট্রাফিক আইন কানুন কে শ্রদ্ধা রেখে সবাইকে সাবধানে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানান৷

Check Also

বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x