ই এম আকাশ, কাতার প্রতিনিধি: কাতারে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে পানিশ্বর শাখাইতি যুব সমাজ দোহা কাতার।
বুধবার রাজধানী দোহার পুরাতন সালাতা মিউজিয়াম রেস্টুরেন্টে এসময় উপস্থিত ছিলেন ইফতার মাহফিল পরিচালনা কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিন , মোঃ মোবারক মিয়া , মোঃ আক্তার মোল্লা , আশরাফুল ইসলাম (গোলাপ) , ও মোঃ রাহিম বক্স সহ আরও অনেকে। এসময় আয়োজক কমিটির সদস্যরা বলেন কাতারে বসবাসরত সকল যুব সমাজের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা আমাদের প্রয়াস। ইফতার মাহফিলের এই মিলন মেলার মাধ্যমে সকলের মাঝে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে বলে তারা আশা ব্যক্ত করেন ৷