মোহাম্মদ ইসমাইল, কাতার প্রতিনিধি।। কাতার প্রবাসী রিয়েলস্টেট ব্যবসায়ী ও পরিবারদের
মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে কাতারের রাজধানী দোহার ফিরোজ আব্দুল্লাহ আজিজে অবস্থিত ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহিদ সরকার ও জিমি খাতুন৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
তাজউদ্দীন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির৷
আব্দুল আউয়াল এর সঞ্চালনায় মিলন মেলা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাফিজ উদ্দিন, জাকির, মিস্টার আবু বক্কর সিদ্দিক, নাজমুল হোসেন, হারুন রশিদ, কাজী আরিফুল ইসলাম, মতিন রহমান, রাজু সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও
পরিবাররা৷
দীর্ঘদিন পর সকলের মিলন মেলাতে উৎসবের আমেজ তৈরি হয় ঘরোয়া রেস্টুরেন্ট হলরুমে ৷ অনুষ্ঠানে গান গেয়ে মেতে, কেক কেটে , স্পেশাল কাচ্চি বিরানী খেয়ে
সবাই আনন্দ উৎসব করেন৷
এ সময় জাহিদ সরকার ও জিমি খাতুন এর অষ্টম বিবাহ বার্ষিকী পালন করা হয় ৷
প্রবাসীদের এই মিলনমেলায় বাদ পড়েনি শিশু কিশোররাও তারাও উৎসবে অংশগ্রহণ করেন, এক কথায় আয়োজনটি ছিল চমৎকার৷ জাহিদ সরকার ও জিমি খাতুন আগত সকল অতিথিদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাদের আমন্ত্রনে অনুষ্ঠানে সকলে আসার জন্য ৷