কাতার প্রতিনিধি, ই এম আকাশ।। কাতার বাংলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে কাতারে অবস্থানরত বিদেশি সাংবাদিকদের সাথে
মতবিনিময় ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে৷ কাতারের রাজধানী দোহার সুলতান ডাইনস রেস্টুরেন্টে৷ কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই এম আকাশের সভাপতিতে
এ সময় উপস্থিত ছিলেন, কাতার বাংলা প্রেসক্লাবের
সকল সাংবাদিক ও বিদেশী সাংবাদিক নেতৃবৃন্দরা৷
কাতার বাংলা প্রেসক্লার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ৭১ টিভি কাতার প্রতিনিধি গোলাম মাওলা হাজারী, বাংলা টিভি কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু , ডিবিসি নিউজ কাতার প্রতিনিধি আমিন বেপারী,
এস এ টিভি কাতার প্রতিনিধি আসানুল্লাহ সজিব, নাগরিক টিভি কাতার প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাগর, গ্লোবাল টিভি কাতার প্রতিনিধি শাহরিয়ার শামীম প্রমুখ৷
এ সময় বিদেশি সাংবাদিক নেতারা জানান, কাতার বাংলা প্রেসক্লাবের সাথে পূর্বেও তারা ছিল, ভবিষ্যতেও তারা কাতার বাংলা প্রেসক্লাবের পাশে থাকবেন৷