রাত পোহালেই পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের। বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশীদের রাঙ্গাতে কাতার বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি।
শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিভিশন। থাকছে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী, সত্ত্বাধিকার কেনা টিভি চ্যানেলই কেবল প্রচার করতে পারবে ফিফা বিশ্বকাপ ২০২২। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে টি-স্পোর্টস সত্ত্ব কিনেছে কাতার বিশ্বকাপের।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ফাইনাল, ১৯৮২ সালের কিছু ম্যাচের পর ১৯৮৬ সাল থেকে নিয়মিত ফিফা বিশ্বকাপ সম্প্রচার করে আসছিল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। স্যাটেলাইটে বেসরকারি চ্যানেলের যুগ চালু হওয়ার পর থেকে বেসরাকারি টিভি চ্যানেলগুলো বিশ্বকাপ সম্প্রচারের সত্ব কিনে নিলেও সমস্যায় পড়তে হয়নি বিটিভিকে।