মুগ্ধ সাহা
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ছিল বৃষ্টিময়৷ বেশ কয়েকবার বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা শেষ হয়েছে মাত্র ৩৫ ওভারে৷ যেখানে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান।
দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই ছিল ডিফেন্সিভ মোডে। বিপত্তি বাধে ৮.৩ ওভারের মাথায় আকাশদীপের বলে। ২৪ বল খেলে কোন রান না করা জাকির ফেরেন জয়সোয়ালের হাতে ক্যাচ দিয়ে৷ ১২.১ ওভারের সময় আবারো আকাশদীপের আঘাতে লেগ বিফোরের ফাদে পরেন সাদমান। ৩৬ বলে ২৪ রান করে সাদমান ফেরেন দলীয় ২৯ রানের মাথায়।
এরপর প্রতিরোধ করে লাঞ্চ ব্রেক পর্যন্ত বাংলাদেশকে টেনে নিয়ে যান অধিনায়ক শান্ত ও মমিনুল। লাঞ্চের ঠিক পরেই অশ্বিনের লেগ বিফোরের ফাদে পরেন ক্যাপ্টেন শান্ত৷ ৫৭ বলে ৬ চারে দলীয় ৮০ রানে প্যাভিলিয়ান এ ফেরা শান্ত করেন ৩১ রান।
মেঘ বৃষ্টির লুকোচুরিতে মাত্র ৩৫ ওভারেই শেষ করতে হয় প্রথমদিনের খেলা। দিনশেষে মমিনুল অপরাজিত ৪০ রানে ও মুশফিক ৬ রানে। বল হাতে বুমরাহ ও সিরাজকে প্রতিহত করতে পারলেও অশ্বিন ১ ও আকাশদীপ নিয়েছেন ২ উইকেট।
এদিন টসে জিতে স্বাগতিক ভারত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামেন। ওদিকে বাংলাদেশের দলে এসেছে দুই পরিবর্তন৷ তাসকিন ও নাহিদ রানার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাইজুল ও খালেদ আহমেদ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০ টায় আবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে৷