লালমনিরহাটের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলে চলচ্চিত্র নির্মাতা মুসতাক মুজাহিদের চলচ্চিত্র কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট ইন্ডি শর্ট ক্যাটাগরির শীর্ষ তালিকায়। এই বছরে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র ‘প্রথাসিদ্ধ’।
জানা গেছে এই ফেস্টিভ্যাল প্রতি বছর ফ্র্যান্সের কান শহরে হয়ে থাকে। ফেস্টিভ্যালটিতে চলচ্চিত্র জমা দেওয়ার জন্যই দিতে হয় ৫৯ ডলার, পূরণ করতে হয় নানা তথ্যবহুল শর্ত। মুজাহিদ গ্রামে বসেই রাখেন কান শহরের চলচ্চিত্র উৎসবের খবর, জমা দিয়েছেন নিজের নির্মাণ করা চলচ্চিত্র।
তরুণ এই নির্মাতা জানান, ২০২৩ -এর মার্চে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “প্রথাসিদ্ধ” জমা দিয়েছিলাম গত জুনে। এই চলচ্চিত্রটি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের একটা বৃহৎ সামাজিক প্রথাকে কেন্দ্র করে নির্মাণ করেছি। যার সময়সীমা ২৩ মিনিট। এটি একদম আঞ্চলিক ভাবে নির্মিত একটি চলচ্চিত্র। যাতে অভিনয় করেছেন, রংপুর লালমনিরহাটের স্থানীয় কিছু অভিনয় শিল্পী। মূল চরিত্রে ছিলেন, সফুরা খাতুন, জুনায়েদ আশিক ও হাসানুর রহমান লাজু। মজার ব্যাপার হচ্ছে তারা কেউই পেশাদার নন। এবং ছবিটি নির্মাণে প্রযোজনা করে সহায়তা করেছেন, আমার কাছের বড় ভাই ‘আরমান হোসেন আপন’।
তরুণ এই চলচ্চিত্র নির্মাতার কাছে প্রশ্ন ছিল ‘আপনি দেশ ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন, সিনেমা নিয়ে ভবিষ্যত চিন্তা কি? জবাবে তিনি বলেন, সিনেমা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে নিজের সমাজের, দেশের খাঁটি গল্প গুলো আমি দর্শককে নিজস্ব ভঙ্গিতে বলতে চাই। স্বাধীন ভাবে সেই গল্প গুলো নির্মাণ করতে চাই।
তিনি আরও যোগ করেন, এর আগেও আমার ‘জুয়াড়ি ও পালাবার রাস্তা নেই’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেশ ও দেশের বাইরের বেশ কিছু উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়েছিলো।
যেমন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ, সিলেট ও বগুড়া চলচ্চিত্র উৎসব, সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, একান্নবর্তী চলচ্চিত্র উৎসব ইত্যাদি।
এবং দেশের বাইরে; Fort Laudardel International Film Festival (United States),
The Paus Premieres Festival (England), Lift-Off Global Network (United States) Student World Impact Film Festival (United States), Real Time International Film Festival (Nigeria), Etc.