কাপ্তাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
মো জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ সভাকক্ষ “কিন্নরী” তে ৩০ জুলাই (বুধবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজামান কামাল, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, ৪১ বিজিবির এডি উপেন্দ্র, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভা শুরুতে কাপ্তাই উপজেলার ইউএনও মহোদয়ের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাপ্তাই জামায়াতের আমির হারুনুর রশিদ।
সভায় সম্প্রতি ৪১ বিজিবি কর্তৃক প্রায় ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালান সিগারেট আটক করার ঘটনায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভার সভাপতি ভবিষ্যতে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও, চলমান বর্ষা মৌসুমে পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন সভাপতিত্বকারী কর্মকর্তা। তিনি বলেন, “সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে—এই সময়টাই উপযুক্ত।” উক্তসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শের মাধ্যমে শেষ হয়।