কাপ্তাইয়ে মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর শুভ উদ্বোধন
রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বড়ইছড়ি মাঠে অনুষ্ঠিত হয় এ উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব দিলদার হোসেন।
তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও আত্মনিবেদিত হতে শেখায়।”
পরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রুহুল আমিন।
উদ্বোধনের পর তিনি বলেন, “খেলাধুলা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের আয়োজন তরুণদের মননশীল ও ইতিবাচক পথে পরিচালিত করবে। মরহুম তোফাজ্জল হোসেনের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি জনাব মোঃ আনিছুর রহমান, উপজেলা একাডেমির পরিচালক জনাব নুরুল আকতার বাবুল, সমাজসেবক জনাব রঞ্জন আলী রাজু, এবং অভি সাহা সহ খেলাধুলা প্রিয় ব্যাক্তিত্ব জনাব আবু ইউসুফ মঞ্জুমার
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য জনাব সৈয়দ শামসুদ্দিন আহমেদ তিবরিজী।
উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় এক প্রদর্শনী ম্যাচ, যা উপস্থিত ক্রীড়াপ্রেমী দর্শকদের মন জয় করে নেয়।
আয়োজনে ছিলেন সৈয়দ শামসুদ্দিন আহমেদ তিবরিজী সংঘ, বড়ইছড়ি, কাপ্তাই, রাঙামাটি।
উদ্বোধনী অনুষ্ঠানটি এলাকার ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।