কাপ্তাই নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় স্কুলে বৃক্ষরোপণ, দেয়ালিকা উন্মোচন এবং পুরস্কার বিতরণ
মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জলবায়ু সচেতনতার কার্যক্রমের অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায়
বৃক্ষরোপণ,দেয়ালিকা উন্মোচন ও উপস্থিত বক্তৃতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ। এসময় তিনি বলেন, গাছ আমাদের পরিবেশের জন্য সবচেয়ে উপকারী। যেহেতু গাছ হতে আমরা অক্সিজেন পাই, তাই গাছ লাগানোর কোন বিকল্প নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী’র সভাপতিত্বে শিক্ষক মো: রাসেল খান এর সঞ্চালনায়
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক ফয়সাল আমিন কাদেরী, কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার বাপ্পা মল্লিক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বর্ণ বিকাশ তনচংগ্যা।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
এসময় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।