আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
কালিগঞ্জ থানা এলাকার আইন শৃংখলা সমুন্নত রাখতে ও মাদক নির্মূলে বিশেষ ভুমিকা রাখতে চাই । কালিগঞ্জ থানার ওসি হিসাবে আমার দায়িত্বকালে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, চোরাচালান ও ইভটিজিং থাকবে না। আমি জনকল্যাণে নিবেদিত হয়ে থানা এলাকার জনগনের সহযোগীতায় ভাল কাজ করতে চাই। শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজবাদে কালিগঞ্জ থানা জামে মসজিদের নবাগত সভাপতি ও থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বক্তব্যে একথা বলেন। থানা মসজিদের চলমান উন্নয়ন কাজ এভাবে চলতে হবে। থানা মসজিদের খতিব বিশিষ্ট ওয়াজিয়ান হযরত মাওঃ আলহাজ্ব আশরাফুল ইসলাম আজিজীর পরিচালনায় মসজিদের মুসুল্লিদের সন্মুখে বক্তব্যে তিনি আরও বলেন- কালিগঞ্জের মানুষ অনেক ভাল, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া থানায় তেমন গুরুতর মামলা হয় না। তবে জমি যায়গা সংক্রান্ত বিরোধের অভিযোগটা একটু বেশি। এ সময় থানা মসজিদ কমিটির সেক্রেটারী ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, মসজিদ এর ঈমাম মাওঃ ফারুক হোসেন ও সহ সভাপতি, কোষাধ্যক্ষ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ থানা মসজিদের চলমান উন্নয়ন কাজের সার্বিক সহযোগীতা করবেন বলে অভিপ্রায় ব্যাক্ত করেন।