মোঃ মমিন হোসেন, স্টাফ রিপোর্টার।। টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে ১৩৩টাঙ্গাইল ০৪ কালিহাতী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়। কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন কালিহাতী পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (শহিদ) । সভায় স্বাগত বক্তব্য রাখেন কালিহাতী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রশিদ আহমেদ আব্বাসী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশকহাবিবুর রহমান সরকার, কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আনিসুর রহমান শেলী, দপ্তর সম্পাদক সেলিম রেজা স্বাধীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মমিন হোসেন, আপ্যায়ন সম্পাদক দেবাশীষ কর্মকার, সদস্য মিজানুর রহমান, সাইদুর রহমান সমীর, এনায়েত করিম, সাদিয়াত হোসেন, নাহিদ হাসান প্রমুখ।