কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) উপজেলার মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আঃ মালেক, সহকারী শিক্ষক মোহাম্মদ আফজাল হোসেন মোল্লাহ্, মোঃ ফজলুল হক, শামীমা নাসরীন, জামাল বাদশা, লুতফর রহমান, ইমরুল কায়েস সহ বিদ্যালয়ের সকল শিক্ষক/কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী নিয়ে আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষিক মোঃ আব্দুল বাছেত মিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হযরত আলী বলেন, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতা ১৯৯২ সালে জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর নামে এই মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের নামকরণ করেন। আমরা তার আত্মার মাগফিরাত করছি।
প্রকাশ, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের সিংহভাগই টাঙ্গাইলের সন্তোষে কাটিয়েছেন। আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার ভুখা-নাঙ্গা গণমানুষের নেতা আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।