আব্দুল জব্বার পাবনা প্রতিনিধিঃ সন্ত্রাসী,চাঁদাবাজ, নারীনির্যাতনকারী সুমনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কাশিনাথপুর এলাকাবাসী। পাবনার সাথিঁয়া উপজেলার মরিচপুরান,মাষ্টিয়া, টাংবাড়ি গ্রামের প্রায় ৫০০-৬০০ লোক সুমন (২৮)এর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধনে অংশ নেয়। আজ বিকেলে কাশিনাথপুর ফুলবাগান চত্বরে বৃহত্তর কাশিনাথপুর ও তিন গ্রামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সুমন বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মনছের প্রমানিকের ছেলে।
মাষ্টিয়া গ্রামের আব্দুল হাই ও রতন জানান, সুমনের অত্যাচারো আমরা দিশেহারা। তাকে পুলিশ আটক করলেও অজ্ঞাত কারনে তাকে ছেরে দেয়। আমরা সন্ত্রাসী, চাঁদাবাজী সুমনের বিচার চাই।
টাংবাড়ি গ্রামের কালু বলেন -সুমন আমার কাছ থেকে গরুর দুধ রোজ করে কিন্তু টাকা চাইলে গরুর বান কেটে ফেলার হুমকি দেয়।
একই গ্রামের রতন জানান সুমন আমার ছেলেকে আটক করে মুক্তিপন হিসেবে টাকা দাবি করে। তারা আরও জানান এমন কোন পরিবার নাই যে সুমনের অত্যাচারের স্বীকার হয়নি।
উল্লেখ্য সুৃমনের বিরুদ্ধে বেড়া ও সাথিঁয়া থানায় একাধিক মামলা রয়েছে।