Friday , 29 March 2024
শিরোনাম

কিংবদন্তির চিরপ্রস্থান: অশ্রুসিক্ত ফিফা সভাপতি

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্যরাতে পেলের প্রয়াণের খবর পাওয়া যায়। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে পরলোকে পাড়ি জমালেন ৮২ বছর বয়সি ফুটবলের রাজা এই ‘কালো মানিক’। তার মৃত্যুতে শোকে মুহ্যমান গোটাবিশ্ব। অশ্রুজলে ভাসছেন ফুটবলপ্রেমীরা।

ফিফা সভাপতি ইনফান্তিনো অফিসিয়াল বিবৃতির পাশাপাশি ভিডিও পোস্ট করেছেন। জানিয়েছেন পেলেকে নিয়ে তার ভেতরের আবেগ, ‘আমার হৃদয় ভেঙে গেছে। ফুটবলের জন্য সত্যিই মর্মান্তিক দিন। পেলে শতাব্দীর সেরা অ্যাথলেট। পেলে যা করতে চেয়েছেন তা অনেকে স্বপ্নেও ভাবেন না।

১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনাল পরিচিত ‘পেলে রান অ্যারাউন্ড’ হিসেবে। আমার বাবা ছোটবেলা আমাকে একটি সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিলেন, যেখানে পেলে চরিত্র ছিল। দেখিয়েছিলেন কী অবিশ্বাস্য দক্ষতা, মোহনীয় সব মুহুর্ত। ‘

ফিফা সভাপতি আরও বলেন, ‘মাঠে তার জাদুকরি উপস্থিতি ছিল। তার সঙ্গে যখন আপনি থাকেন পুরো বিশ্ব থমকে দাঁড়ায়। আজ সারা বিশ্ব তার জন্য শোকস্তব্ধ। সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার তিনি।’

 

Check Also

রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ চাঁন,মধ্যপ্রাচ্য ইনচার্জ!! রিয়াদে বাথা সামসিয়া মার্কেটে ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন অডিটোরিয়াম এ প্রবাসী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x