স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: ২০.০৮.২২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালীন নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়, চেয়ার ভাঙচুর,বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত আগস্টের ব্যানারে লাঠি দ্বারা আঘাত করে ছিঁড়ে ফেলা ও আওয়ামী লীগ , স্বেচ্ছাসেবক লীগ নেতার উপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাওডাঙ্গা ইউনিয়ন শাখা। ২০ আগস্ট শনিবার সকাল ১১ টায় নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাছেন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আতাউর রহমান রতন, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হাভেন,সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদ হাসান নয়ন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, ১৫ আগস্টে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালীন সময়ে আওয়ামী লীগের পার্টি অফিসে ঢুকে হামলা ভাঙচুর ,নেতা কর্মীদের মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। এ ধরনের একটি ঘটনার পরেও অভিযোগ করলেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেন নেতাকর্মীরা। প্রকৃত দোষীদের চিহ্নিত করে উর্ধতন ও কর্তৃপক্ষের নিকট বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।