স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম মারা গেছেন । মৃত্যু কালে তার বয়স ছিল ৬৩ বছর।
সোমবার (২২ আগস্ট) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
শওকত আলী সরকার ‘বীর বিক্রম’ খেতাবপ্রাপ্ত একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। তিনি মহান মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরের সাবসেক্টর মাইনকারচরের অধীন কুড়িগ্রামের রৌমারী-চিলমারী অঞ্চলে সম্মুখ যুদ্ধে অংশ নেন। ওই সেক্টরের আবুল কাশেম চাঁদ কোম্পানির সেকেন্ড ইন কমান্ড ছিলেন। ৭১ সালের ১৩ নভেম্বর উলিপুরের হাতিয়া যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। যুদ্ধকালীন বীরত্ব ও সাহসিকতার সঙ্গে পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ চালিয়েছিলেন। এজন্য পাকিস্তানি বাহিনীর কাছে তিনি ‘মোস্ট ওয়ান্টেড’ ছিলেন।
মুক্তিযুদ্ধে সক্রিয় অবস্থানের কারণে পাক বাহিনী তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালীন চিলমারী থানায় মামলা করেছিল বলে জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জানা যায়। তার বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে।
শওকত আলী সরকার বীর বিক্রম এর বড় ছেলে মোঃ সাইফুল্লাহ শওকত জীবন বলেন, গত ৩০ জুলাই বাবা অসুস্থ হলে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসি। বাবার শরীরের অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল। হঠাৎ করে গতরাত থেকে আবারো অসুস্থ হয়ে পড়ে সোমবার ভোরে মারা যান।
তিনি আরও বলেন, আমার বাবার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই। আগামী কাল মঙ্গলবার ২২ শে আগস্ট সকাল ১১টায় নিজ বাড়ি চিলমারীতে দাফন কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি।
শওকত আলী সরকার ১৯৪৮ সালে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইজাব আলী সরকার এবং মায়ের নাম শরিতুজ নেছা।