Friday , 19 April 2024
শিরোনাম

কুমিল্লায় নব নির্মিত পানি ভবনের উদ্বোধন

হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় নব-নির্মিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টিনন্দন ভবনের উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নান্দনিক ডিজাইনের ভবটির উদ্বোধন করেন। বেলা ১১টায় কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসফাকুজ্জামান। সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখনো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি থামিয়ে দেয়া হয়েছিল। জাতিরজনকের সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারো এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য বর্তমান সরকার কাজ করছে। ২০৪১ এর বাংলাদেশ বিনির্মান হলে স্বপ্নের সোনার বাংলার সুফল সকল নাগরিকেরা ভোগ করবে। জননেত্রী শেখ হাসিনার পক্ষে সকলকে অকুন্ঠ সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে কুমিল্লার রাজনৈতিক, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Check Also

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

ইসরাইলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহস্পতিবার একযোগে এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x