কুষ্টিয়ার কবুরহাট ব্যাপারী এগ্রোফুড অটো রাইচ মিলের বয়লার মেশিনের উপর থেকে নিচে পড়ে নাইম হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে দিকে কবুরহাট ব্যাপারী এগ্রোফুড অটো রাইচ মিলে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক হলেন রাজশাহী জেলার পুটিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদ ফকিরের ছেলে নাইম হোসেন। নিহত শ্রমিক বর্তমানে কবুরহাট বাজার এলাকায় ভাড়া থেকে ব্যাপারী এগ্রোফুড অটো রাইচ মিলের হেলপার হিসেবে কর্মরত ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান।
স্থানীয় সূত্রে জানা যায় কবুরহাট ব্যাপারী এগ্রোফুড অটো রাইচ মিলে রাতে নাইট ডিউটিতে হেলপারে কাজ করছিল। সকালের দিকে রাইচ মিলের বয়লার মেশিনে পানি শেষ হলে, পানি চালু করতে সিড়ি দিয়ে ২য় তলার উপরে উঠতে গেলে ঘুমন্ত অবস্থা পা সিলিফ খেয়ে নিচে পড়ে গেলে মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।
পরে স্থানীয় শ্রমিকরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, রাইচ মিলের ধানের বয়লার মেশিনের পানি শেষ হওয়ায় পানি চালু করতে গেলে নিচে পড়ে মারা যায়।
তবে এ বিষয়ে পরিবার স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।