কুষ্টিয়ার খোকসায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সঙ্গে খোকসা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও আত্মহত্যা রোধসহ গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন শুভেচ্ছা বক্তব্য দেন। পরে একে একে খোকসার সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, সনাতন ধর্মীয় নেতা, ইমাম ও সাংবাদিকরা আসন্ন দুর্গাপূজা এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। এ সময় স্থানীয় সাংবাদিক হুমায়ুন কবির খোকসা বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি ও টয়লেট স্থাপনের প্রস্তাব করলে জেলা প্রশাসক তা বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে খোকসার স্কুল শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ এবং দুইজন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা প্রশাসক।
সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদিপ্ত রায় দীপন এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও খোকসা পৌর প্রশাসক রেশমা খাতুন।