নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার।। “মে দিবস অমর হোক, অমর হোক”—এই সংগ্রামী স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে খোকসা উপজেলা ও পৌর শ্রমিক দল।
আজ বৃহস্পতিবার (১ মে ) সকাল ১১টায় খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি খোকসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র্যালিতে শ্রমিক দলের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন, যা কর্মজীবী জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে এক ঐক্যবদ্ধ চিত্র উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। তিনি বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগের প্রতীক। আজকের দিনে আমরা শপথ নিই, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আমরা দৃঢ় থাকব।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। তিনি বলেন, “শ্রমিকরাই দেশের চালিকা শক্তি। আজকের দিনে আমরা তাদের অধিকার রক্ষায় আরও সোচ্চার হওয়ার প্রত্যয় নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ. জেড. জি. রশিদ রেজা (বাজু মুন্সী) এবং পৌর বিএনপির সদস্য সচিব এস. এম. মোস্তফা শরিফ এবং খোকসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজাদ শেখ। তিনি বলেন, “শ্রমিকদের অবদানকে সম্মান জানাতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ দিবস উদযাপন করা হবে।