কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকায় ককলাবাগান থেকে এক ব্যক্তির মরহেদ উদ্ধারের পর ইবি থানা এলাকায়
এবার নিখোঁজের ৪ দিন পর শুভ নামের এক যুবকের লাশ মিললো ভুট্টা ক্ষেতে!
জানাযায়, কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ১০ নং উজান গ্রাম ইউনিয়নের বারইপাড়া গ্রামের মো আমিরুলের ছেলে, মোঃ শুভ ইসলাম(১৭)। গত বৃহস্পতিবার বার থেকে থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা খুজে না পেয়ে, ইবি থানায় একটি জিডি করেন বলে জানা যায়।
গতকাল রবিবার সকাল অনুমানিক ১১-১২ দিকে, বারইপাড়ার উকিল নামের এক ব্যাক্তি, মৌচার পুকুরে মাঠ নামক স্থানের ভুট্টার জমিতে একটি লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে তিনি আশপাশের ক্ষেতে কাজ করা সবাইকে জানালে তারা এসে দেখে বারইপাড়া গ্রামের যুবক শুভর মরাদেহটি মাটি দিকে মুখ থুবড়ে পড়ে আছে। পরে শুভের পরিবারকে খবর দেয় ও ইবি থানায় সংবাদ দেয়।
কিছুক্ষন পরে পুলিশ এসে মরাদেহটি উদ্ধার করেন।তবে প্রাথমিক ভাবে এইটি হত্যা বলে ধারনা করা করেছে এলাকাবাসী।