Saturday , 20 April 2024
শিরোনাম

কুষ্টিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ
সাফল্যের সঙ্গে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে রোববার সকালে কুষ্টিয়া প্রেসক্লাব এম এ রাজ্জাক মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভির কুষ্টিয়া করেসপন্ডেন্ট সাবিনা ইয়াসমিন শ্যামলী। পরে আগত অতিথিবৃন্দ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও র‌্যালীতে অংশ নেন।

এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডাঃ এসএম মুসতানজিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি ও সাপ্তাহিক রবিবার্তা পত্রিকার সম্পাদক ডাক্তার গোলাম মওলা, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দেশ টিভির।

জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, নির্বাহী সদস্য ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক মাটির পৃথিবীর সম্পাদক এম এ জেহাদ, নিউজ টোয়েন্টিফোর টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি জাহিদুজ্জামান, একুশে টিভির কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরিফুল ইসলাম, বৈশাখী টিভির প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, একাত্তর টিভির কুষ্টিয়া প্রতিনিধি শাহীন আলী, দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক দেবাশীষ দত্ত, বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, মোহনা টিভির জেলা প্রতিনিধি এস এম আকরাম, দেশান্তর টিভির রুহুল আমিন বাবু, এখন টিভির জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, ঢাকাপোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ, পরিবর্তন ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, প্রতিদিনের সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, ঢাকাপ্রকাশের কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল, অন্য কন্ঠ প্রতিনিধি কুষ্টিয়া আরাফাত হোসেন, জনতার ইশতেহারের কুষ্টিয়া প্রতিনিধি আমিন হাসান প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসময় বক্তারা বলেন, এখন এনটিভি আরও নতুন, আরও তরুণপ্রাণ, আরও অগ্রগামী—দর্শকের পছন্দের শীর্ষে। বক্তারা সবাই আগামীর চলার পথে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Check Also

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের অনলাইন, অনলাইনের জন্য নিবন্ধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x