Saturday , 20 April 2024
শিরোনাম

কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সংগীত প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী শিল্পীদের নিয়ে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে, ২০২২ শনিবার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। সকাল নয়টায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।
সংগীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,
লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট লালিম হক, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র সঙ্গীত প্রশিক্ষক জনাব সুশান্ত কুমার বিশ্বাস, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের শিক্ষক ডক্টর বাদল কুমার প্রামানিক ও জনাব ঋত্বিক মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইসমত আরা খাতুন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নূর উদ্দীন আহমেদ, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এ প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা অংশ নেন। আগামীকাল ‘ঘ’ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Check Also

গরমের কারণে স্কুলে অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা

দেশের কিছু কিছু জায়গায় তীব্র ও অধিকাংশ জায়গায় মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x