লোকমান আনছারী রাউজান চট্টগ্রাম:
সিলেট ও সুনামগঞ্জের প্রত্যন্ত জনপদে বন্যাদুর্গত ১০ হাজার পরিবারের জন্য ত্রাণ সরবরাহ করার পর এবার কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ৫ হাজার পরিবারের জন্য ত্রাণ নিয়ে গেছেন রাউজানের সাংসদ পুত্র তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। আজ ২৬ জুন রবিবার কুড়িগ্রামের উলিপুর, বেগমগঞ্জ, পাঁচগাছি ইউনিয়ন, যাত্রাপুর, চরযাত্রাপুর, পোড়ারচর, ওয়াপদা, ফরাজী পাড়া, ভাইটেল সহ বিভিন্ন এলাকায় ২ টি ট্রলারে করে বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন ফারাজ করিম চৌধুরী। খোঁজ নিয়ে জানা যায়, ফারাজ করিম চৌধুরী যে সব স্থানে ত্রাণ নিয়ে ছুটে গেছেন সেখানে এখনো পর্যন্ত যথাযথভাবে ত্রাণ পৌঁছে নি৷ ফারাজ করিম চৌধুরীর নেতৃত্বে ৫০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম এসব ত্রাণ সরবরাহ কার্যক্রমে অংশগ্রহণ করেন।