রাজশাহী প্রতিনিধি :-বাংলা ক্যালেন্ডারের পাতায় এখন পৌষ মাস। এই সময় সাধারণত প্রকৃতি জুড়ে আসে শীত। ঘাস-লতা-পাতার গাঁয়ে জমে কুয়াশা। তবে পৌষের এমন আবহে রাজশাহীতে দেখা মিলল এক পলশা বৃষ্টি। ২৬ ডিসেম্বর ভোররাত ৫ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। দশমিক ৮ মিলিমিটারে বৃষ্টিপাত হয়েছে।
সকাল থেকেই ঘনকুয়াশার চাদরে ঢাকা ছিলো রাজশাহী অঞ্চল। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলেনি দুপুরেও । সকাল ১০ টার পর রাজশাহী মহানগরীতে মেঘাছন্ন অংশিক সূর্যের দেখা মেলে। সকাল ৬ টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
গুড়ি গুড়ি বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে রাস্তা ঘাট পরিষ্কার ভাবে দেখা না যাওয়ার কারণে মহাসড়কে বাস-ট্রাক, মোটারসাইকেলসহ অন্যান্য যানবাহন গুলো লাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আকাশে মেঘ রয়েছে। এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারাদিন মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে।
তিনি আরও বলেন, বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশের মেঘ কেটে গেলে তাপমাত্রা কমতে পারে। তখন বেশি শীত অনুভূতি হতে পারে।